ভারতের লোকসভার স্পিকারের কার্যাবলী আলোচনা করো | HS Political Science Suggestion 2025

 প্রশ্ন: ভারতের লোকসভার স্পিকারের কার্যাবলী আলোচনা করো।

অথবা, লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ভূমিকা ব্যাখ্যা কর।

অথবা, লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা, কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো।


ভারতের লোকসভার স্পিকারের কার্যাবলী আলোচনা করো | HS Political Science Suggestion 2023
উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৫



ভূমিকা: ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় স্পিকার বা অর্ধেক এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পন্ডিত জওহরলাল নেহেরুর মতে, লোকসভার স্বাধীনতা ও মর্যাদা মৃত প্রতীক হলেন স্পিকার। লোকসভা যেহেতু সমগ্র জাতির প্রতিনিধিত্ব করেন সেহেতু লোকসভার সভাপতি হিসেবে স্পিকার সমগ্র জাতির স্বাধীনতার প্রতীক হিসেবে কাজ করে। লোকসভা নির্বাচনের পর নবগঠিত সভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে ৫ বছরের জন্য স্পিকার নির্বাচন করেন। (৯৩ নম্বর ধারা)


স্পিকারের ক্ষমতাও কার্যাবলী:

ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় লোকসভার স্পিকারের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ ও তাৎপর্য মণ্ডিত। তাকে নিম্নলিখিত কার্যাবলী সম্পাদন করতে হয় ----


(1) প্রশাসনীক কার্য: লোকসভার স্পিকারের প্রশাসনীক কার্য বিশেষ গুরুত্বপূর্ণ। সভায় কোন কোন প্রস্তাব উত্থাপন করা হবে, কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, কোন সংসদের প্রস্তাব বৈধ কেন, কোন কোন নোটিস আলোচনার জন্য গৃহীত হবে ইত্যাদি বিষয়ে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত।


(2) সবার শান্তি শৃঙ্খলা রক্ষা: সভার সদস্যদের আচার-আচরণ নিয়ন্ত্রণ করে সুষ্ঠুভাবে সভার কার্যাদি পরিচালনা করার দায়িত্ব স্পিকারের। সবাই বক্তব্য দিতে বা কোন বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে হলে প্রত্যেক সদস্যকেই অনুমতি গ্রহণ করতে হয়। একাধিক সদস্য একই সঙ্গে বক্তব্য দিতে চাইলে কোন সদস্য আগে বলবে তা স্থির করে দেন। সবাই তুমুল বিশৃঙ্খলা দেখা দিলে স্পিকার সবার কাজ সাময়িকভাবে মুলতুবী করে দিতে পারেন।


(3) সদস্যদের অধিকার সংরক্ষণ সংক্রান্ত কার্য: লোকসভার সদস্যদের বিশেষ অধিকার সমূহ রক্ষা করার দায়িত্ব স্পিকারেই পালন করতে হয়। সভার কোন সদস্য কিংবা অন্য কোন ব্যক্তি সদস্যদের অধিকার ভঙ্গ কিংবা সভার অবমাননা করলে লোকসভার কক্ষের তিনি সংশ্লিষ্ট সদস্য বা ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেন।


(4) অর্থবিল সংক্রান্ত ক্ষমতা: কোন বিল অর্থবিল কিনা তা নিয়ে বিরোধ দেখা দিলে সংশ্লিষ্ট বিষয়ে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবচিত।


(5) লোকসভা ও রাষ্ট্রপতির সংযোগ রক্ষা: লোকসভা ও রাষ্ট্রপতির মধ্যে স্পিকার সংযোগ রক্ষা করে থাকেন। রাষ্ট্রপতির দেওয়া বাণী, বক্তব্য প্রভৃতি তিনি নিজেই লোকসভায় উত্থাপিত করেন। অনুরূপভাবে লোকসভার যাবতীয় খবরা খবর তিনি রাষ্ট্রপতিকে জানান।


(6) সংসদীয় কমিটির সংক্রান্ত ক্ষমতা: সংসদীয় কমিটিগুলির প্রধান হল স্পিকার। চিনি বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতিদের নিযুক্ত করেন। এই কমেটি গুলি স্পিকারের দায়িত্ব পালন করে।


(7) যৌথ অধিবেশনে সভাপতিত্ব করা: কমেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে স্পিকারকে সভাপতিত্ব করতে হয়।


(8) অন্যান্য ক্ষমতা: (১) স্পিকারের সম্মতি ছাড়া লোকসভার কোন সদস্যকে পার্লামেন্টের চত্বরের মধ্যে পুলিশ গ্রেফতার করতে পারেনা।

(২) স্পিকারকে লোকসভার সদস্যদের বাসিস্থানের ব্যবস্থা করতে হয়।

(৩) তিনি সদস্যদের অচল অবস্থায় অবসান ঘটানোর জন্য নির্ণয়ে ভোট দিতে পারেন।



মূল্যায়ন/পদমর্যাদা/উপসংহার :

উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এই কথা বলা যায় যে, সংবিধানে স্পিকারের পদটি কে যথেষ্ট মর্যাদা প্রদান করা হয়েছে। লোকসভার অভিভাবক রূপে স্পিকার সদর্থক ভূমিকার উপায় সুষ্ঠ সংসদীয় বাতাবরণ করে ওঠার বিষয়টি নির্ভরশীল।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url