আইনসভার কার্যাবলী ও ভূমিকা ব্যাখ্যা কর ? বা, আইন সভার গুরুত্বপূর্ণ যে কোন পাঁচটি কাজ লেখো ? Class 12 Political Science Suggestion

আইনসভার কার্যাবলী ও ভূমিকা ব্যাখ্যা কর ? 
বা, আইন সভার গুরুত্বপূর্ণ যে কোন পাঁচটি কাজ লেখো ?

আইনসভার কার্যাবলী ও ভূমিকা ব্যাখ্যা কর ? বা, আইন সভার গুরুত্বপূর্ণ যে কোন পাঁচটি কাজ লেখো

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৫



শাসন ব্যবস্থার প্রকারভেদর জন্য আইন বিভাগের গুরুত্ব ও কার্যাবলীর ভিন্নতা বিশেষভাবে লক্ষ্য করা যায়। চরম রাজতন্ত্র এবং একনায়ক তন্ত্রের আইন বিভাগের প্রাধান্য থাকে না বলেই চলে। কিন্তু তান্ত্রিক শাসনব্যবস্থায় আইন বিভাগ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংসদীয় শাসন ব্যবস্থায় শাসন বিভাগ এবং বিচার বিভাগ অপেক্ষা আইন বিভাগ অনেক বেশি ক্ষমতার অধিকারী।



আইনসভার কার্যাবলী :- 

গণতান্ত্রিক রাষ্ট্রে আইন বিভাগের কার্যাবলী কে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে -------


(1) আইন প্রণয়ন :- 

আইন প্রণয়ন হল আইন বিভাগ বা আইন সভার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ। আইনসভার জনমতের গতি প্রকৃতির দিকে সর্তক দৃষ্টি দেখায় নতুন আইন প্রণয়ন ও পুরাতন আইন সংশোধন করে এবং অপ্রয়োজনীয় আইন বাতিল করে দেয়।

(2)শাষন সংক্রান্ত কাজ :- 

আইনসভার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল শাসন বিভাগের নিয়ন্ত্রণ করা। মন্ত্রী পরিষদ পরিচালিত শাসনব্যবস্থায় মন্ত্রীরা তাদের কার্যাবলীর জন্য আইনসভার কাছে দায়িত্বশীল থাকেন। আইনসভার আস্থা হারালে তাদের পদত্যাগ করতে হয়। কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ না থাকায় আইন বিভাগ শাসন বিভাগকে চরমভাবে নিয়ন্ত্রণ করতে পারে না।

(3) বিচার সংক্রান্ত কার্য :-

অনেক সময় আইনসভা বিচার কার্য সম্পাদন করে। নিজ সদস্যদের আচার-আচরণের বিচার আইনসভা কর্তৃক নির্বাচিত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে গুরুতর অপরাধের বা অভিযোগের বিচার প্রকৃতি আইনসভার বিচার সংক্রান্ত কার্যাবলীর অন্তর্গত।

(4) অর্থ সংক্রান্ত কার্য :- 

দেশের অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা আইন সভার একটি গুরুত্বপূর্ণ কাজ। কর ধার্য ও কর সংগ্রহের অনুমতি সরকারি আয়ব্যয়ের পর্যালোচনা ব্যায়-বরাদ্ধ অনুমোদন প্রকৃতি গুরুত্বপূর্ণ কাজ আইনসভা সম্পাদন করে।

(5) সংবিধানিক ক্ষমতা রাষ্ট্রের সংবিধান সংশোধন সংবিধানের ব্যাখ্যায় ইত্যাদির ব্যাপারে আইনসভার ক্ষমতা রয়েছে। সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় পার্লামেন্ট সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা হিসেবে কাজ করে।

(6) নির্বাচন সংক্রান্ত ক্ষমতা :- 

বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রের আইনসভা নির্বাচন সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে থাকে। যেমন ---- ভারতের আইনসভা পার্লামেন্টের সদস্যরা রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন। সুইজারল্যান্ডের আইনসভা যুক্তরাষ্ট্রীয় পরিষদের সদস্যদের নির্বাচন করে।

(7) জনমত প্রকাশের মাধ্যম :-

আইনসভার দেশের বিভিন্ন অংশের জনপ্রতিনিধি বর্গ নিজ নিজ অঞ্চলের জনগণের অভাব অভিযোগ এবং সমস্যাবলীর সম্পর্কে আলোচনা করেন। সরকার এইসব আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করে। এইভাবে গণতান্ত্রিক রাষ্ট্রের আইনসভার জনমত প্রকাশের মাধ্যম বলে বিবেচিত হয়।

(8) কমিটি ও কমিশন নিয়োগ :-

আধুনিক আইনসভাগুলি অনেক সময় বিভিন্ন প্রকার অনুসন্ধান কার্যের সঙ্গে নিজেদের যুক্ত করে। কোন কোন দেশ সমকালীন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রভৃতি সমস্যার সম্পর্কে যথেষ্ট অবনীত হওয়ার জন্য আইনসভা বিভিন্ন কমিশন বা কমিটি নিয়োগ করে।



উপহংসার :- গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে তথ্যগতভাবে আইনসভার হাতে অধিক ক্ষমতা থাকলেও বাস্তবে কিন্তু শাসন বিভাগের কর্তিক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দল ব্যবস্থার প্রচলন জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যার জটিলতায় হলে শাসন বিভাগের প্রধান্য প্রতিষ্ঠা করা হয়েছে। তবুও আইন সবার গুরুত্ব কে অস্বীকার করা যায় না।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url