বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন - HS Class 12th Political Science Question and Answer

বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন - HS Class 12th Political Science Question and Answer
বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি (তৃতীয় অধ্যায়) - উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৫



বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি (তৃতীয় অধ্যায়) অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন - HS Political Class 12th Science Question and Answer 




প্রিয় শিক্ষর্থীরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ( HS Political Science Question and Answer Suggestions । উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি - উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ( Class 12 Political Science Question and Answer ) গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে আলোচনা করা হল এই প্রশ্ন গুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৫।



বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি



বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: 


(1) আন্তর্জাতিক সমাজ কিভাবে গড়ে ওঠে ? 
➡ বিশ্বের রাষ্ট্রগুলিকে নিয়ে গড়ে ওঠে আন্তর্জাতিক সমাজ।

(2) জাতীয় নীতি বলতে কী বোঝো ?
➡ কোন একটি রাষ্ট্রের সরকার তার উদ্দেশ্য সিদ্ধির জন্য যেসব নীতি অনুসরণ করে থাকে সেগুলিকে জাতীয় নীতি বলে।

(3) জাতীয় নীতিগুলিকে কয় ভাগে ভাগ করা যেতে পারে ?
➡ দুই ভাগে ভাগ করা যেতে পারে, যথা--
(১) অভ্যন্তরীণ নীতি (২) বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি।

(4) পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি বলতে কী বোঝো? 
➡ প্রতিটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য যেসব নীতি গ্রহণ করে, সাধারণভাবে তাই হল সংশ্লিষ্ট রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি।

(5) হার্ট ম্যান এর মত রাষ্ট্রনীতি কি ?
➡ হার্টম্যান বলেছেন পরোরাষ্ট্রনীতি বলতে স্বেচ্ছাকৃত ভাবে নির্বাচিত জাতীয় স্বার্থ সমূহের একটি সঙ্গবদ্ধ বিবৃতি কে বোঝায়।

(6) চার্লস বার্টন মার্শালের মতে বিদেশ নীতি কি ? 
➡ চার্লস বার্টন মার্শাল তার "The Limits of foreign policy" গ্রন্থে বলেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রদের সকল ক্রিয়া-কলাপ সম্পাদন করে থাকে অথবা করতে চায় তার সমষ্টি হল বিদেশ নীতি।

(7) The Limits of foreign policy গ্রন্থের রচয়িতা কে ?
➡ চার্লস বার্টন মার্শাল।

(8) জোসেপ ফ্রাঙ্কেলের মতে বিদেশ নীতির সংজ্ঞা দাও ?
➡জোসেপ ফ্রাঙ্কেল তার "The making of foreign policy" গ্রন্থে বিদেশ নীতি বলতে সেই ধরনের সিদ্ধান্ত বা ক্রিয়া-কলাপের সমষ্টিকে বুঝিয়েছেন যা একাধিক রাষ্ট্রের সম্পর্কের সঙ্গে জড়িত।

(9) পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য কি ? 
➡জাতীয় স্বার্থ রক্ষা করা।

(10) হলসটি পরোরাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলিকে কয় ভাগে ভাগ করেছেন ?

➡ হলস টি তার বিখ্যাত গ্রন্থ International politics a frame work for analysis পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলিকে তিন ভাগে ভাগ করেছেন যথা -------(১) মুখ্য মূল্যবোধ ও সার্থ সমূহ (২) মধ্যপাল্লার উদ্দেশ্য সমূহ (৩)দূর পাল্লার উদ্দেশ্য সমূহ।

(11)ভারতের পর রাষ্ট্র নীতির বাদ বিদেশ নীতির দুটি বৈশিষ্ট্য বা মূল উপাদান লেখ।
➡(১) জোট নিরপেক্ষতা হলো ভারতের পররাষ্ট্রনীতি প্রধান বৈশিষ্ট্য (২) জাতীয় মুক্তি আন্দোলনের সমর্থন ও উপনিবেশবাদ এবং নয়া উপনিবেশবাদের বিরোধিতা করা।

(12) কবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
➡ ১৮৮৫ খ্রিস্টাব্দে।

(13)জোট নিরপেক্ষতা বলতে কী বোঝো ?
➡ প্রকৃত অর্থে জোট নিরপেক্ষতা বলতে পুঁজিবাদী শিবির কিংবা সমাজতান্ত্রিক শিবির থেকে সম দূরত্ব বজায় রাখার নীতি কে বোঝানো হয় জোট নিরপেক্ষতার বলতে জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতি অনুসরণ বোঝায়।

(14) জোট নিরপেক্ষ তাকে কি বলে চিহ্নিত করা হয় ?
➡গতিশীল নিরপেক্ষতা বলে চিহ্নিত করা হয়।

(15)নিরপেক্ষতা বলতে কী বোঝো ?
➡ নিরপেক্ষতা বলতে যে কোন আন্তর্জাতিক সমস্যার নিষ্প্রহ মনোভাব বা উদাসীন ও প্রদর্শন কে বোঝায়।

(16)কয়েকটি নিরপেক্ষ রাষ্ট্রের নাম লেখ?
➡ সুইজারল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া।

(17) জোট নিরপেক্ষতার প্রধান রূপকার কে ? 
➡ পন্ডিত জহওরালাল নেহেরু।

(18) কোন প্রেক্ষাপটে জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে ?
➡ দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতির প্রেক্ষাপটে।

(19) পঞ্চশীল নীতি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ? 
➡ ভারত ও চীন।

(20) ভারত কেন জোট নিরপেক্ষতার নীতি গ্রহণ করেছিলে?
➡(১)ভারতের ভৌগোলিক অবস্থান ভারতকে জোট নিরপেক্ষতা নীতির গ্রহণ করতে বাধ্য করেছিল (২) অর্থনৈতিক উন্নতি (৩)সনাতন হইতিহ্যের প্রভাব।

(21) কবে ভারত পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটায় ?
➡১৯৯৮ খ্রিস্টাব্দে মে মাসে।

(22) ভারতের পরমাণু নীতির মূল কথাটি কি? 
➡ভারতের পরমাণু নীতির মূল কথাটি হলো No first strike অর্থাৎ আগে বাড়িয়ে একতরফাভাবে কোন দেশের উপর প্রথম আঘাত নয়।

(23) কয়েকজন জোট নিরপেক্ষ আন্দোলনের নেতার নাম লেখ ?
➡ জহওরলাল নেহেরু, নাসের, সুক্রন, টিটো।

(24) পঞ্চশীল নীতি বলতে কী বোঝো?
 ➡ নব অর্জিত স্বাধীনতা সংরক্ষণ এবং শান্তিপূর্ণ উপায়ে তার উন্নতি সাধনের উদ্দেশ্য ভারত আন্তর্জাতিক আচরণের যে পাঁচটি নীতি অনুসরণের কথা ঘোষণা করেছিলেন ওই পাঁচটি নীতি পঞ্চশীল নীতি নামে পরিচিত।

(25) পঞ্চশীল নীতি কবে স্বাক্ষরিত হয় ?
 ➡ ১৯৫৪ সালে।

(26)পঞ্চশীল নীতির যেকোনো দুটি নীতি লেখো ?
 ➡(১) অনাক্রমণ (২) শান্তি পূর্ণ সহ অবস্থান।

(27) নেহেরু কিসের অনুকরণে পঞ্চশীল এর কথা ঘোষণা করেছিলেন?
 ➡ ইন্দ্রোনেশিয়ার পঞ্চতশীলা এর অনুকরণে।

(28) কে পঞ্চশীলকে জোট নিরপেক্ষ তার পরিণতি বলে চিহ্নিত করেছেন ?
➡ কে এস মূর্তি।

(29) কে বলেছিলেন আমরা কোন পক্ষ এবং সামরিক জোটের অন্তর্ভুক্ত নয় আমরা কেবলই একটি কক্ষেরই অন্তর্ভুক্ত তা হল শান্তি রক্ষা ?
➡ জহওরলাল নেহেরু।

(30) কবে সিমলা চুক্তি সম্পাদিত হয় ?
➡ ১৯৭২ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর সমাধানের জন্য সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়।

(31) কবে তাসখন্দ ঘোষণা স্বাক্ষরিত হয় ?
➡ ১৯৬৬ সালে।

(32) কবে ভারত চীন সীমান্ত সংঘর্ষ হয় ?
➡ ১৯৬২ সালে।

(33) সুয়েজ সংকট কবে হয় ?
➡ ১৯৫৬ সালে।

(34) শ্রীলঙ্কায় শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে কবে ভারত শান্তি বাহিনী প্রেরণ করে ?
➡ 1987 সালে।

(35) ৭৭ টি রাষ্ট্রের গোষ্ঠী কাদের নিয়ে গড়ে ওঠে ?
➡জোট নিরপেক্ষ দেশ গুলিকে নিয়ে গড়ে ওঠে।

(36) কমনওয়েলথ কি ?
➡কমনওয়েলথ হল স্বাধীন রাষ্ট্রগুলির এক স্বেচ্ছামূলক প্রতিষ্ঠা।

(37) C.T.B.T এর পুরো নাম কি ?
➡ Comprehensive Test Ban Treaty.

(38) SAARC এর পুরো নাম কি ?
➡Sauth Asian Association for Regional Co-operation.

(39)SAARC কি ?
➡দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতার সংগঠন হল সার্ক।

(40) কবে সার্ক গঠিত হয় ?
➡ ১৯৮৫ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে বাংলাদেশের রাজধানী ঢাকায় দক্ষিণ এশিয়ার সাতটি দেশকে নিয়ে সার্ক গঠিত হয়।

(41)বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত ? 
➡৮ টি।

(42)কবে আফগানিস্তানকে সার্কেল সদস্যপদ দেওয়া হয়।
➡ ২০০৫ সালে।

(43)সার্কভুক্ত দেশগুলোর নাম লেখ। 
➡ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা, এবং আফগানিস্তান।

(44) সার্ক কার মস্তিত তস্তুক সংগঠন হয় ?
➡জিয়াউর রহমান।

(45) সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
➡ ১৯৮৫ খ্রিস্টাব্দে ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয়।

(46) আজ পর্যন্ত সার্কের শীর্ষ সম্মেলন কতবার অনুষ্ঠিত হয়েছে ?
➡ ১৮ বার।

(47) সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন ১৮ তম কোথায় অনুষ্ঠিত হয় এবং কবে ?
➡ নেপালের রাজধানী কাঠমান্ডু ২০১৩ খ্রিস্টাব্দে।

(48) সার্কের দুটি উদ্দেশ্য লেখ ?
➡ (১) দক্ষিণ এশিয়ার মানুষের কল্যাণ সাধন ও জীবনযাপনের মান উন্নয়ন (২) অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক প্রগতি, ও সাংস্কৃতিক বিকাশ।

(49) সার্ক ভুক্ত দেশগুলির মধ্যে বৃহৎ শক্তিধর দেশ কোনটি ? 
➡ ভারত।

(50)SAFTA কবে স্বাক্ষরিত হয় ?
➡কোন চুক্তিতে বলা হয়েছে 2025 খ্রিস্টাব্দের মধ্যে সার্কভুক্ত দেশগুলির অপবাদ বাণিজ্য অঞ্চল গড়ে তুলবে ২০০৪ খ্রিস্টাব্দে ইসলামাবাদে দ্বাদশ শার্ক সম্মেলন চুক্তি স্বাক্ষরিত হয়। হলো দক্ষিণ এশিয়ার প্রভাত বাণিজ্য চুক্তিতে বলা হয় ২০২৫ খ্রিস্টাব্দের মধ্যে অঞ্চল গড়ে তোলা হবে।

(51) সার্কের সনদের 1নং ধারায় কয়টি উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে ?
➡ ৮টি।

(52) সার্কের সনদের ২নং ধারায় কয়টি নীতি অনুসরণ কথা বলা হয়েছে ?
➡ ৩টি।

(53) SAEU এর পুরো নাম কি ?
➡Sauth Asian Economice Union.

(54)সার্কের মন্ত্রিসভা কিভাবে গঠিত হয় ?
➡সার্কের সদস্য ভুক্ত রাষ্ট্রগুলির পর রাষ্ট্রমন্ত্রীদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হয়।

(55) সার্কের স্থায়ী কমিটি কিভাবে গঠিত হয় ? 
➡ সার্কের সদস্য রাষ্ট্রগুলির বিশেষ সচিবদের নিয়ে সার্কেল স্থায়ী কমিটি গঠিত হয়।

(56) কোন সালকে সার্ক কন্যা বর্ষ হিসেবে চিহ্নিত করে ?
➡১৯৯০ সালকে।

(57) SADF এর পুরো নাম কি ?
➡ South Asian Development found.

(58) A S E A N এর পুরো নাম কি ?
➡ Association of South East Asian natione.

(59)E E C এর পুরো নাম কি ?
➡European economic community.

(60) ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার জল বন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
➡ ১৯৯৬ সালে ডিসেম্বর মাসে।

(61) কবে GST চালু হয় ?
➡২০১৭ সালে ১লা জুলাই।

(62) কবে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় ?
➡১৯৭১ সালে।

(63) কবে কারগিল কে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল ?
➡১৯৯৯ সালে।

(64) কবে বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয় ?
 ➡ ১৯৯৫ সালে বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয়।

(65) মার্কিন গোয়েন্দা সংস্থার নাম কি ?
➡ CIA

(66) ভারতের গোয়েন্দা সংস্থার নাম কি ?
➡ CBI

(67) ভারত হল মার্কিন কৌশলের লিনচিপিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ কে বলেছেন ?
➡ প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাকওবাম।

(68) ১২৩ চুক্তি কি ?
➡ ২০০৭ সালে স্বাক্ষরিত হয় ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তি যা ১২৩ চুক্তি নামে পরিচিত।

(69) FISA কে প্রণয়ন করেছিলেন ?
➡ বিভিন্ন দেশের উপর নজরদারি চালানোর উদ্দেশ্যে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ ফিসা প্রণয়ন করেছিলেন।

(70) কে প্রথম সার গঠনের প্রস্তাব দেন ?
➡ বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান (১৯৮০)।

(71) কবে মুম্বাইয়ে সন্ত্রাসবাদি হামলা হয় ? 
➡ ২০০৮ সালে।

(72) ব্রিকস কি ?
➡ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, দেশগুলির সম্মেলনে ব্রিকস গঠিত হয়েছে।

(73) সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? 
➡ কাঠমান্ডুতে।

(74) SAPTA চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
➡ ১৯৯৩ সালে ১১ এপ্রিল।

(75) সার্কের প্রথম সভাপতি কে ছিলেন ?
➡ হুসেন মোহাম্মদ এরশাদ।

(76)SAPTA এর পুরো নাম কি ?
➡ South Asian Preferential Trade Agreement. ১৯৯৫ খ্রিস্টাব্দের ৪ই ডিসেম্বর নতুন দিল্লিতে চুক্তি স্বাক্ষরিত হয়।



  

আরও পড়ুন:

প্রশ্ন: ভারতের লোকসভার স্পিকারের কার্যাবলী আলোচনা করো।
উত্তর: Click here 

প্রশ্ন: রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। পশ্চিমবঙ্গের বিধানসভার গঠন ও কার্যাবলী লেখ।
উত্তর: Click here 

প্রশ্ন: আইনসভার কার্যাবলী ও ভূমিকা ব্যাখ্যা করো ? 
উত্তর: Click here 

প্রশ্ন: সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন
উত্তর: Click here 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url