রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা কর | পশ্চিমবঙ্গের বিধানসভার গঠন ও কার্যাবলী লেখ | HS Political Science Suggestion 2025

প্রশ্ন: ভারতের যেকোনো একটি রাজ্যের রাজ্য আইনসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর ?

বা, পশ্চিমবঙ্গের বিধানসভার গঠন ও কার্যাবলী লেখ ?

বা, পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভা (বিধানসভার) গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর ?

রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা কর | পশ্চিমবঙ্গের বিধানসভার গঠন ও কার্যাবলী লেখ | HS Political Science Suggestion 2023
HS POLITICAL SCIENCE SUGGESTION 2025

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৫



➡ ভারতীয় সংবিধানের ১৬৮ (১)নম্বর ধারা অনুযায়ী প্রতিটি অঙ্গ রাজ্যের একটি করে আইনসভা রয়েছে। রাজ্য আইনসভায় এক কক্ষ বিশিষ্ট কিংবা দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে। পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভা এককক্ষবিশিষ্ট এর নাম বিধানসভা।


পশ্চিমবঙ্গের বিধানসভার গঠন :-

বিধানসভা হল রাজ্য আইনসভার জনপ্রতিনিধি কক্ষ। বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা হল ২৯৪ । বিধানসভার সদস্যরা সর্বজনীন প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। বিধানসভার সাধারণ কার্যকালের মেয়াদ হল ৫ বছর। রাজ্য বিধানসভার প্রথম অধিবেশনে সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার ও অন্য একজনকে ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচন করেন।


ক্ষমতা ও কার্যাবলী :- 

পশ্চিমবঙ্গের মতো যে সব রাজ্যের আইনসভা এককক্ষ বিশিষ্ট সেখানে বিধানসভার ক্ষমতা ও কার্যাবলী কে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে -------


(1) আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা :- রাজ্য আইনসভা অর্থাৎ বিধানসভার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হল আইন প্রণয়ন করা । সাধারণত রাজ্য তালিকাভুক্ত বিষয়ে এককভাবে আইন প্রণয়ন করার অধিকারী হল বিধানসভা।আবার, যুক্ত তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট ও বিধানসভা যৌথভাবে আইন প্রণয়ন করতে পারে।


(2) অর্থ সংক্রান্ত ক্ষমতা :- রাজ্য সরকারের আয় ব্যয় মঞ্জুর ও নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য বিধানসভার ভূমিকা, বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন করে প্রবর্তন, প্রচলিত, কর হারের পরিবর্তন, সরকারি কোষাগার থেকে অর্থ ব্যয় ইত্যাদির জন্য বিধানসভার সম্মতি ছাড়া শাসন বিভাগ কোন অর্থ ব্যয় করতে পারেনা।


(3) শাসন বিভাগকে নিয়ন্ত্রণ :- সংবিধানে বলা হয়েছে যে, সম্পাদিত কার্যাবলীর জন্য রাজ্য মন্ত্রিসভা কে বিধানসভার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকতে হয়। বিধানসভার আস্থা হারালেই মন্ত্রীসভা কে পদত্যাগ করতে হয়। প্রশ্ন জিজ্ঞাসা, মুলতবি প্রস্তাব উত্থাপন,ছাটাই প্রস্তাব পেশ, অনস্থা প্রস্তাব উত্থাপন ইত্যাদির মাধ্যমে বিধানসভা রাজ্য মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে।


(4) সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা :- সংবিধান সংশোধন ক্ষেত্রেও বিধানসভার ভূমিকা রয়েছে। ভারতীয় সংবিধান সংশোধনের মূল ক্ষমতা পার্লামেন্টের হাতে ন‍্যাস্ত আছে । কিন্তু যুক্তরাষ্ট্রীয় স্বার্থ সম্পর্কিত কতগুলি বিষয়ে সংবিধান সংশোধনের জন্য অন্তত অর্ধেক রাজ্য আইনসভার অনুমোদন লাগে।


(5) তথ্য ও সংবাদ ও সরবরাহ সংক্রান্ত কার্য :- সংবাদ ও তথ্যাদি সরবরাহকারী সংস্থা হিসেবে বিধানসভা গুরু দায়িত্ব পালন করে। বিধানসভার মন্ত্রীরা সদস্যদের বিবিধ প্রশ্নের জবাব দেন। এর ফলে জন সাধারন সরকারি কাজকর্ম সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ পায়।


(6) অন্যান্য ক্ষমতা :- উপরোক্ত কার্যাবলী ছাড়া পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের বিধানসভা কে কতগুলি বিশেষ ধরনের কার্যসম্পাদন করতে হয়। যেমন ------- (১) রাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভার নির্বাচিত সদস্যগণ অংশগ্রহণ করতে পারেন (২) কোন রাজ্যের ভৌগোলিক সীমার পরিবর্তে ও পুনর্গঠন বিষয়কে কোন বিল পার্লামেন্টের কাছে উত্থাপন করার পূর্বে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যের আইনসভার মতামত দিতে পারেন।


উপসংহার বা মর্যাদা :- 

 উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে পরিশেষে বলা যায় যে, রাজ্য আইনসভা অর্থাৎ বিধানসভা গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী । কেন্দ্র ও রাজ্য যদি একই দলের শাসন অধিষ্ঠিত থাকে তাহলে রাজ্য আইনসভা ব্যাপক ক্ষমতার অধিকারী হতে পারে। কিন্তু বর্তমানে কেন্দ্র ও রাজ্য আলাদা আলাদা দলের শাসন বর্তমানে থাকায় পার্লামেন্ট কর্তৃক বিভিন্ন বিষয়ে কাজ করতে গিয়ে বাধা প্রাপ্ত হয়।



আরও পড়ুন:





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url