আন্তর্জাতিক আদালত প্রশ্ন ও উত্তর [International Court of Justice] - Bangla General Knowledge
আন্তর্জাতিক আদালত -International Court of Justice
Bangla General Knowledge
১) আন্তর্জাতিক আদালতের সদর দফতর কোথায়?
➡ হেগ (নেদারল্যান্ড)। (শান্তি প্যালেস)
২) আন্তর্জাতিক আদালতের বিচারকার্য শুরু হয় কবে থেকে?
➡ ১৯৪৬ সাল থেকে।
৩) আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর?
➡ ৩ বছর।
৪) আন্তর্জাতিক আদালতের একজন বিচারকের কার্যকাল কত বছর?
➡ ৯ বছর।
৫) আন্তর্জাতিক আদালতের বিচারক কতজন?
➡ ১৫ জন।
৬) জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের প্রথম মহিলা আইনজীবী কে?
➡ রোজালিন হিগিন্স (ব্রিটেন)।
৭) আন্তর্জাতিক আদালতের এশীয় বিচারক কে?
➡ Shigucu Ida (জাপান), জিউ হ্যাকিং (চিনে) এবং ডেলভাল বানডারি (ভারতের)।
৮) আন্তর্জাতিক আদালতের বর্তমান প্রেসিডেন্ট কে???
➡ পিটার টোমকো (স্লোভাকিয়া)।
৯) আন্তর্জাতিক আদালতের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হব কত বছরের জন্য???
➡ ৩ বছর।
১০) আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট কাদের দ্বারা নির্বাচিত হন?
➡ ১৫ জন বিচারক কর্তৃক।
১১) আন্তর্জাতিক আদালতের প্রধান কার্যাবলী কী???
➡ আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি এবং বিভিন্ন আইনগত উপদেশ প্রধান।
১২) সম্প্রতি আন্তর্জাতিক আদালত নাইজেরিয়ার তেল সমৃদ্ধ কোন দ্বীপটি ক্যামেরুনকে ছেড়ে দেয়ার জন্য রায় দিয়েছে?
➡ বাকাসী উপদ্বীপ।