মোবাইল দিয়ে কিভাবে লোন নিবেন | Where can i get instant personal loan
যেভাবে মোবাইল থেকে লোন নেবেন:-
যদি আপনার লোন নেওয়ার প্রয়োজন হয় আর আপনি লোন নিতে চান তাহলে আজকে আমি আপনাকে মোবাইল দিয়ে লোন নেওয়ার উপায় সম্পর্কে বলব। অনেক মানুষ এমন আছে যাদের যে কোন সময় লোনের প্রয়োজন হয়, যারা বুঝতে পারেনা কিভবে লোন নিতে হয়। তাই আজ আমরা তাদের কিভাবে মোবাইল দিয়ে লোন নিতে হয় সে সম্পর্কে সব তথ্য দেব। আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে লোন পেতে পারেন তা আপনি বিভিন্ন কাজের বা ব্যাবসার জন্য লোন বা আপনি কোনো বড়ো ধরনের কাজ শুরু করতে চান আপনি এখানে উল্লেখিত অ্যাপের মাধ্যমে লোন নিতে পারেন। যদিও প্রচুর অ্যাপ রয়েছে যেখান থেকে আপনারা লোন নিতে পারেন, কিন্তু আমরা আপনাকে দুটি অ্যাপের কথা বলবো।
আমাদের তথ্য অনুযয়ী, আপনি মোবাইলের মাধ্যমে একটি ব্যক্তিগত লোন ( Personal Loan) নিতে পারেন, যাতে আপনি ঘরে বসে লোন পাবেন। কারণ হটাৎ করে লোনের প্রয়োজন হলে ব্যাংকে যেতে হয়, যা আপনার অনেক সময় নেয়। কিন্তু আপনি এই মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে লোন নিতে পারবেন। লোন পাওয়ার জন্যে, আপনাকে সাবধানে মোবাইলের মাধ্যমে লোনের আবেদন করতে হবে। এখন সবার আগে এখানে আবেদন করার সমস্ত তথ্য জেনে নিন।
কিভাবে মোবাইল থেকে লোন নেবেন:-
যদি আপনার লোনের প্রয়োজন হয় তবে আমরা আপনাকে মোবাইলের মাধ্যমে ব্যাক্তিগত লোন নেওয়ার তথ্য প্রদান করব। এখন আমরা আপনাকে দুটি অ্যাপের তথ্য ও আবেদন করার পদ্ধতি সম্পূর্ণ তথ্য প্রদান করব যাতে করে আপনি লোন নিতে পারেন।
১) Dhani App
২) Money Tap App
১) Dhani App থেকে কিভাবে লোন নেবেন ?
যদি আপনি Dhani App থেকে লোন নিতে চান তাহলে আপনাকে নিচে দেওয়া আবেদন করার পদ্ধতি গুলো অবলম্বন করতে হবে। এই Dhani App থেকে আপনি ১০০০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারেন এবং এখান থেকে লোন নিলে আপনাকে ১৩.৯৯% p.a. ইন্টারেস্ট দিতে হবে ।
• Dhani App থেকে লোন নিয়ে হলে প্রথমে আপনাকে Google Play Store থেকে আপনাকে আপনার মোবাইলে অ্যাপ টি ইন্সটল করতে হবে । অ্যাপিটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
• এখন অ্যাপটিতে মোবাইল নম্বর সাইন ইন বা সাইন আপ করলেই Dhani App আপনার একাউন্ট খুলে যাবে।
• এরপরের স্টেপ হল আপনি পার্সোনাল লোন অপশন দেখতে পাবেন ওখানে আপনাকে ক্লিক করতে হবে।
• এরপরে আপনাকে কিছু তথ্য ফিলাপ করতে হবে তারপর আপনাকে NEXT বাটনে ক্লিক করতে হবে।
• এরপর আপনি আপনার ফিলাপ করা তথ্য সাবমিট করতে হবে এবং সাবমিট করার পর আপনি আপনার মোবাইলে ২৪ ঘণ্টা পর নোটিফিকেশন আসবে আপনি লোন পাবেন কিনা।
• যদি আপনার লোন পাস হয়ে যায় তাহলে আপনার কাছে Account নম্বর আর IFSC code চাইবে এটা দেবার পর আপনার ব্যাংকে লোনের টাকা ট্রান্সফার করে দেবে।
২) Money Tap App থেকে কিভাবে লোন নেবেন ?
এই সংস্থা থেকেও পার্সোনাল লোন দিয়ে থাকে এটার মাধ্যমেও আপনি পার্সোনাল লোন নিতে পারবেন। এখন থেকে আপনি ৩০০০ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। Money Tap App হল ক্রেডিট লাইন অ্যাপ এখানে Personal Loan এর সঙ্গে Credit Card দিয়ে থাকে।
• Money Tap App থেকে পার্সোনাল লোন নিতে হলে সবার আগে আপনাকে মোবাইলে অ্যাপটি ডাউনলোড করতে হবে। Money Tap App টি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
• অ্যাপটি ডাউনলোড করার পর জিমেইল আইডি দিয়ে একাউন্ট বানিয়ে নিন।
• এরপরে ওখানে আপনার কাছে কিছু তথ্য চাইবে যেগুলো ফিলাপ করতে হবে। ফিলাপ কারর পরে আপনার কাছে Pre - Approval ম্যাসেজ আসবে।
• এরপরে ফাইনাল Approval দেওয়ার পর ব্যাংক প্যাসবুক আর KYC ভেরিফাই করার জন্য এজেন্ট আসবে আপনার কাছে বাড়িতে আর আপনার পার্সোনাল লোন ফর্মালাটিজ পূরণ করবে। তারপরে আপনার লোন সংশান হবে।
★ ওপরে দেওয়া অ্যাপ গুলি ছাড়াও আরো অনেক অ্যাপ আছে যেখান থেকে আপনি লোন নিতে পারবেন।
• কোন কোন অ্যাপ থেকে মোবাইল দিয়ে লোন নেওয়া যায় ?
উত্তর: যদি আপনি মোবাইল থেকে লোন নিয়ে চান তাহলে Dhani App, Money Tap App, Google Pay, True Balance App থেকে লোন নিতে পারেন।