বিবর্তন কাকে বলে ? বিবর্তন কে অমাধ্যম অনুমান বলে কেন ? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়ম গুলি ব্যাখ্যা করো | All Education Newz

বিবর্তন কাকে বলে ? বিবর্তন কে অমাধ্যম অনুমান বলে কেন ? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়ম গুলি ব্যাখ্যা করো | All Education Newz

 ★ বিবর্তন কাকে বলে ? বিবর্তন কে অমাধ্যম অনুমান বলে কেন ? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়ম গুলি ব্যাখ্যা করো। 

অথবা,

ব্যাবর্তন বা প্রতিবর্তন কাকে বলে ? ব্যাবর্তন বা বিবর্তনের নিয়ম গুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো।

অথবা,

A,E,I,O -  বচনের বিবর্তনের উদাহরণ সহ ব্যাখ্যা করো।

অথবা, 

বিবর্তনের সংজ্ঞা দাও ? বিবর্তনের নিয়ম গুলি লেখো।

অথবা,

বৈধ বিবর্তনের নিয়ম গুলি লেখো।




বিবর্তনের বা প্রতিবর্তন : 

যে অমাধ্যম অনুমানে প্রদত্ত বচন টির গুণের পরিবর্তন করে এবং সেই বচনটির বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয়রূপে গ্রহণ করে একটি নতুন বচন গ্রহণ করা হয়, তাকে বিবর্তন বা পরিবর্তন বলে ।

●বিবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যটিকে বলা হয় বিবর্তনীয় এবং সিদ্ধান্তটি কে বলা হয় বিবর্তিত ।

 সকল মানুষ হয় মরণশীল ----- A (বিবর্তনীয়)

কোনো মানুষ নয় অ-মরণশীল ----- E (বিবর্তিত)



●বিবর্তনের নিয়ম - বিবর্তনের সময় নিম্নলিখিত নিয়ম গুলি অবশ্যই পালন করতে হবে ------


(১) আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য এক হবে ।


(২) আশ্রয়বাক্যের বিধেয়পদের বিরুদ্ধেপদ সিদ্ধান্তের বিধেয় হবে ।


(৩) আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুন ভিন্ন হবে । অর্থাৎ আশ্রয়বাক্য যদি সদর্থক হয়, সিদ্ধান্ত নঙ্গার্থক হবে আর আশ্রয় বাক্য যদি নঙ্গার্থক হয় সিদ্ধান্ত সদর্থক হবে । এই নিয়মটিকে বলা হয় গুণের নিয়ম ।


(৪) আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমান এক হবে । অর্থাৎ যদি আশ্রয়বাক্য সামান্য হয় তাহলে সিদ্ধান্ত সামান্য হবে । আর আশ্রয় বাক্য যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত বিশেষ হবে । এই নিয়মগুলিকে বলা হয় পরিমাণের নিয়ম ।



● বিবর্তনের নিয়ম গুলি ব্যাখ্যা - বিবর্তনের নিয়মগুলিকে অনুসরণ করে A, E, I, O এই চার প্রকার বচনকে বিবর্তিত করা যায় --------


A , বচনের বিবর্তন :-


বিবর্তনীয়  :- সকল মানুষ হয় মরণশীল জীব --- A

বিবর্তিত  :-  কোন মানুষ নয় অমরণশীল জীব ---E


এখানে বিবর্তনের প্রথম নিয়ম অনুসারে আশ্রয় বাক্যের উদ্দেশ্য 'মানুষ' পদটিকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসাবে রাখা হয়েছে । দ্বিতীয় নিয়ম অনুসারে আশ্রয়বাক্যের বিধেয় পদের 'মরণশীল জীব' বিধেয় পদটি 'অমরণশীল জীব' সিদ্ধান্তের বিধেয় হয়েছে । তৃতীয় নিয়ম অনুসারে আশ্রয়বাকর গুণ (সদার্থক ) এবং সিদ্ধান্তের গুণ (নঙ্গার্থক) পৃথক হয়েছে । চতুর্থ নিয়ম অনুসারে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমান অভিন্ন হয়েছে । অর্থাৎ উভয়ই সামান্য বচন । সুতরাং এক্ষেত্রে বিবর্তনের সকল নিয়মকে পালন করা হয়েছে বলে A বচনের বিবর্তিত রূপ হবে E বচন ।



E , বচনের বিবর্তন :-


বিবর্তনীয় :- কোনো মানুষ নয় পূর্ণ জীব --- E

বিবর্তিত :-  সকল মানুষ হয় অ-পূর্ণ জীব --- A


এখানে বিবর্তনের প্রথম নিয়ম অনুসারে আশ্রয়বাক্যর ও সিদ্ধান্তের উদ্দেশ্য 'মানুষ' পদটির একই আছে । দ্বিতীয় নিয়ম অনুসারে আশ্রয়বাক্যের বিধেয় পদটি সিদ্ধান্ত । তৃতীয় নিয়ম অনুসারে আশ্রয়বাক্যের গুণ (নঙ্গার্থক) এবং সিদ্ধান্তের গুণ (সদর্থক) পরিবর্তিত হয়েছে । চতুর্থ নিয়ম অনুসারে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমান একই আছে । অর্থাৎ উভয়ই সামান্য বচন । সুতরাং E বচনের বিবর্তন A হবে ।



I, বচনের বিবর্তন :-


বিবর্তনীয় :- কোনো কোনো মানুষ হয়  

                     সৎ ব্যাক্তি ------ I                      

বিবর্তিত :- কোনো কোনো মানুষ নয়

                  অ-সৎ ব্যাক্তি ------ O


এখানে বিবর্তনের প্রথম নিয়ম অনুসারে আশ্রয়বাক্যের ও সিদ্ধান্তের উদ্দেশ্য 'মানুষ' পদটি একই আছে । দ্বিতীয় নিয়ম অনুসারে আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধপদ 'অসৎ ব্যক্তি' সিদ্ধান্তের বিধেয় হয়েছে ।  তৃতীয় নিয়ম অনুসারে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুন  ভিন্ন হয়েছে । চতুর্থ নিয়ম অনুসারে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমান একই আছে । সুতরাং (I) বচনের বিবর্তন (O) হবে ।


O , বচনের বিবর্তন :-


বিবর্তনীয় :- কোনো কোনো মানুষ নয় 

                     স্বার্থপর ব্যাক্তি ------ O                      

 বিবর্তিত :- কোনো কোনো মানুষ হয়

                  অ-স্বার্থপর ব্যাক্তি ------ I


এখানে বিবর্তনের প্রথম নিয়ম অনুসারে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য 'মানুষ' পদটি একই আছে । দ্বিতীয় নিয়ম অনুসারে আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হয়েছে । তৃতীয় নিয়ম অনুসারে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়েছে । চতুর্থ নিয়ম অনুসারে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমান একই আছে । অর্থাৎ উভয়ই বিশেষ বচন । সুতরাং O বচনের বিবর্তন I হবে ।


● বিবর্তনকে অমাধ্যম অনুমান বলার কারণ :-

 বিবর্তন এক প্রকার অমাধ্যম অনুমান । কেন না এ ক্ষেত্রে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্য ভাবে নিঃসৃত হয় আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যস্থতত্তকারী হিসাবে অন্য কোন বচনের সাহায্য প্রয়োজন হয় না ।













Next Post Previous Post
No Comment
Add Comment
comment url