বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪ - Bangla Current Affairs 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 - কারেন্ট অ্যাফেয়ার্স  বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরি প্রার্থীদের প্রস্তুতি ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়েছে । 


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪ -  Bangla Current Affairs 2024


1. বিশ্ব প্রাণী দিবস কখন পালিত হয়?

উত্তর - 4ঠা অক্টোবর


2. এডিবি সম্প্রতি কোন রাজ্যে টেকসই পর্যটন প্রচারের জন্য 162 মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে?

উত্তর - হিমাচল প্রদেশ


3. সম্প্রতি মন্ত্রিসভা কতগুলি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে?

উত্তর - 5টি


4. সম্প্রতি, ভারত গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহের জন্য কোন দেশের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে?

উত্তর - আমেরিকা



5. সম্প্রতি ভারত নেপাল এবং কোন দেশ ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর - বাংলাদেশ


6. সম্প্রতি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এসসিও বৈঠকে যোগ দিতে কোন দেশে যাবেন।

উত্তর - পাকিস্তান


7. সম্প্রতি ভারতের প্রথম সুপার ক্যাপাসিটর প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে।

উত্তর - কেরলে


8. সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  হাই-টেক পুলিশ সদর দফতরের উদ্বোধন করেছেন।

উত্তর - আহমেদাবাদে



9. সম্প্রতি যেখানে ভারতীয় বিমান পরিষেবা তার 92 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে-

উত্তর -চেন্নাই


10. সম্প্রতি কে পাবেন ছত্রপতি শিবাজী লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড -

উত্তর - প্রদীপ গান্ধী



11. সম্প্রতি 2024 সাস্ত্র রামানুজন পুরস্কার পেয়েছেন -

উত্তর - আলেকজান্ডার ডান


12. সম্প্রতি কোন রাজ্য সরকার জরায়ুমুখের ক্যান্সার নির্মূলের উদ্যোগ নিয়েছে - 

উত্তর - কর্ণাটক


13. সম্প্রতি ইন্টারন্যাশনাল সেন্টার ফর এনার্জি এফিসিয়েন্সি যোগদান করেছেন -

উত্তর - ভারতে


14. সম্প্রতি কোথায় বাপু টাওয়ার উদ্বোধন করা হয়েছে? -

উত্তর - বিহার


15. সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি সরকারি সফরে ভারতে আসবেন? - 

উত্তর - মালদ্বীপ




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url