সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন - HS Political Science Question and Answer
প্রিয় শিক্ষর্থীরা,
আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ ( United Nations) অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (HS Political Science Question and Answer Suggestions)। উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ - উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ( Class 12 Political Science Question and Answer ) গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে আলোচনা করা হল এই প্রশ্ন গুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন - HS Class 12th Political Science Question and Answer
সম্মিলিত জাতিপুঞ্জ - United Nations
★ সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:
(1) লিগ অফ নেশনস বা জাতীসংঘ কবে গঠিত হয় ?
➡ প্রথম বিশ্বযুদ্ধের পরে ১৯১৯ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল লীগ অফ নেশনস বা জাতিসংঘ।
(2) কবে লীগ অফ নেশনস বা জাতিসংঘের অবলুপ্ত ঘটে ?
➡১৯৩৯ খ্রিস্টাব্দে একে সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জাতিসংঘের মৃত্যু ঘটে বা অবলুপ্ত ঘটে।
(3) কবে সম্মিলিত জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয় ?
➡১৯৪৫ খ্রিস্টাব্দে ২৪ শে অক্টোবর।
(4) কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় ?
➡ সান ফ্রান্স সিসকো।
(5) কটি দেশের প্রতিনিধিদের সর্বসম্মত সমর্থন নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় ?
➡ ৫১টি দেশের।
(6) আটলান্টিক সনদ কি ?
➡১৯৪১ সালের ১৪ই আগস্ট আটলান্টিক মহাসাগরের বুকে কোন একটি স্থানে প্রিন্স অফ নামক একটি যুদ্ধ জাহাজে মার্কিন রাষ্ট্রপতি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্স স্টান্ড চার্চিল একটি সন্ধিতে স্বাক্ষরিত করেন যা আটলান্টিক সনদ নামে পরিচিত।
(7) ওয়াশিংটন ঘোষণা কি বা কবে ওয়াশিংটন ঘোষণা হয়েছিল ?
➡১৯৪২ সালে ১লা জানুয়ারি ২৬ টি রাষ্ট্রের প্রতিনিধিরা অসীমতলে সম্মিলিত হয়ে আটলান্টিক সনদ এর নীতিগুলির প্রতি পূর্ণ আস্তা জ্ঞাপন করে একটি প্রস্তাব গ্রহণ করেন এই প্রস্তাব ওয়াশিংটন ঘোষণা নামে পরিচিত।
(8) মস্কো ঘোষণা বা মস্কো সম্মেলন কবে হয়েছিল ?
➡১৯৪৩ সালের ৩০ শে অক্টোবর।
(9) তেহেরান ঘোষণা কবে হয় ?
➡১৯৪৩ সালের ১লা ডিসেম্বর।
(10) লন্ডন ঘোষণা কবে হয় ?
➡১৯৪১ সালে।
(11) ইয়াল্টা সম্মেলন কবে হয়েছিল ?
➡১৯৪৫ সালের ফেব্রুয়ারি মাসে।
(12) দাম্বার টন ওয়াক্স সম্মেলন কবে হয়েছিল ?
➡১৯৪৪ সালের ২১ শে আগস্ট থেকে ৭ই অক্টোবর পর্যন্ত এই সম্মেলন হয়েছিল।
(13) সানফ্রান্সিসকো সম্মেলন কবে হয়?
➡ ১৯৪৫ সালে।
(14) কবে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস পালন করা হয় ?
➡ ২৪ শে অক্টোবর।
(15) বর্তমানে সম্মিলিত জাতীয়পুঞ্জের সদস্য সংখ্যা কত ?
➡ ১৯৩ জন।
(16) সম্মিলিত জাতীয়পুঞ্জের সনদে কয়টি প্রস্তাবনা অধ্যায় এবং ধারা আছে ?
➡ একটি প্রস্তাবনা, ১৯ টি অধ্যায়, এবং ১১১ টি ধারা আছে।
(17) সম্মিলিত জাতীয় পুঞ্জ বা রাষ্ট্রসংঘের সংবিধান কি নামে পরিচিত ?
➡ সনদ বা চার্টার নামের পরিচিত।
(18) সম্মিলিত জাতিপুঞ্জের একটি লক্ষ্য লেখ ?
➡ ভাবিই কালের যুদ্ধের নিগ্রহ থেকে আমাদের বংশধরদের রক্ষা করা।
(19) সম্মিলিত জাতীয়পুঞ্জের যেকোনো একটি উদ্দেশ্য লেখ ?
➡ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা হলো সম্মানিত জাতীয়পুঞ্জের প্রধান উদ্দেশ্য।
(20) সম্মিলিত জাতীয়পুঞ্জের কটি নীতির কথা বলা হয়েছিল ?
➡ ৭টি।
(21)সম্মিলিত জাতীয়পুঞ্জের কটি উদ্দেশ্যের কথা বলা হয়েছিল ?
➡ ৪টি ।
(22) সম্মিলিত জাতীয়পুঞ্জের যেকোনো একটি নীতি লেখক ?
➡ সম্মিলিত জাতীয়পুঞ্জের ক্ষুদ্র বৃহৎ সব সদস্য রাষ্ট্র সমান।
(23) সম্মিলিত জাতীয় পুঞ্জর প্রথম অধিবেশন কবে হয় ?
➡১৯৪৬ সালের ২০ই জানুয়ারি।
(24) সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য ও নীতি সমূহ বাস্তবায়িত করার জন্য কটি প্রধান সংস্থা রয়েছে ?
➡ ৬টি।
(25) সম্মিলিত জাতীয়পুঞ্জের প্রধান সংস্থা গুলির নাম লেখ ?
➡ (১) সাধারণ সভা (২) নিরাপত্তা পরিষদ (৩) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (৪) আছি পরিষদ (৫) আন্তর্জাতিক বিচারলয় (৬) কর্ম দপ্তর।
(26) বর্তমানে কটি রাষ্ট্র নিয়ে সাধারণ সভা গঠিত হয় ?
➡১৫ টি।
(27) সাধারণ সভার মোট সদস্য সংখ্যা কত?
➡193 টি।
(28) সাধারণ সভা কিভাবে গঠিত হয় ?➡সম্মিলিত জাতীয়পুঞ্জের সব সদস্য রাষ্ট্রগুলি নিয়ে সাধারণ সভা গঠিত হয়।
(29) কোন রাষ্ট্রকে সম্মিলিত জাতীয় পুজ সাধারণ সভা পর্যবেক্ষণ রাষ্ট্র মর্যাদা দিয়েছে ?
➡ ২০১২ সালের ২৯ শে নভেম্বর প্যালেস্টাইন রাষ্ট্রকে সাধারণ সভা পর্যবেক্ষণ রাষ্ট্র এর মর্যাদা দিয়েছে।
(30) সাধারণ সভা প্রতিবছর কতজন সভাপতি ও সহ-সভাপতি কে নির্বাচন করে ?
➡১জন সভাপতি ও ২১ জন সহ-সভাপতি কে নির্বাচন করে।
(31) প্রতিটির সদস্য রাষ্ট্র সাধারণ সভায় কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে ?
➡৫ জন।
(32) সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কটি ভোট দিতে পারে ?
➡ ১টি।
(33) সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে হয় ?
➡ প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার আরম্ভ বা শুরু হয়।
(34) সাধারণ সভা যেকোনো একটি ক্ষমতা বা কাজ উল্লেখ করো ?
➡ আলোচনা ও সুপারিশ করার ক্ষমতা সাধারণ সভা সনদের অন্তর্ভুক্ত যে কোন বিষয়ের আলোচনা করতে এবং সুপারিশ করতে পারে।