অমাধ্যম অনুমান সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | উচ্চ মাধ্যমিক দর্শন প্রশ্ন ও উত্তর ২০২৫ | HS Philosophy Suggestion Short Questions 2025

উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন ২০২৫ | অমাধ্যম অনুমান 


উচ্চ মাধ্যমিক দর্শন অমাধ্যম অনুমান সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সাজেশন:


অমাধ্যম অনুমান


(১) অনুমান কি বা কাকে বলে ? 

উত্তর:-  অনুমান হল এক মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা জ্ঞাত সত‍্য থেকে অজ্ঞাত বিষয়ে পৌঁছাতে পারি ।


(২) যুক্তি কি ?

উত্তর:-  অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলা হয় যুক্তি ।


(৩) অনুমান কয় প্রকার ও কি কি ?

উত্তর:- অনুমান দুই প্রকার যথা ------ (১) অবরোহ অনুমান এবং (২) আরোহ অনুমান ।


(৪) অবরোহ অনুমানকে কয় ভাগে ভাগ করা হয় ?

উত্তর:-  দুই ভাগে, যথা ------ (১) অমাধ্যম বা আপোরক্ষ অনুমান, এবং (২) মাধ্যম বা সমাধ্যম অনুমান ।


(৫) অমাধ্যম অনুমান কাকে বলে? 

উত্তর:-  যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে । যেমন ------ 


       কোন বৃত্ত নয় ত্রিভুজ ( আশ্রয়বাক্য)

    কোন ত্রিভুজ নয় বৃত্ত (সিদ্ধান্ত) ।


(৬) অমাধ্যম অনুমান কয় প্রকার ? 

উত্তর:-  নয় প্রকার / 9 প্রকার ।


(৭) মাধ্যম অনুমান কাকে বলে? 

উত্তর:-  যে অবরোহ অনুমানে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে মাধ্যম অনুমান বলে । যেমন -----


    সকল মানুষ হয় মরণশীল জীব (আশ্রয় বাক্য)    

    সকল কবি হয় মানুষ ---- A (আশ্রয় বাক্য) 

    সকল কবি হয় মরণশীল জীব ---A (সিদ্ধান্ত)


(৮) অমাধ্যম অনুমানের সঙ্গে মাধ্যম অনুমানের একটি পার্থক্য লেখ ?

উত্তর:-  অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয় কিন্তু মাধ্যমে অনুমানের একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয় না।


(৯) অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে একটি সাদৃশ্য লেখ ?

উত্তর:-  অমাধ্যম ও মাধ্যম অনুমান উভয় অনুমান অবরোহ অনুমানের অন্তর্ভুক্ত । তাই উভয় অনুমান ।


(১০) কোন কোন যুক্তি বিজ্ঞানী অমাধ্যম অনুমানকে যথার্থ বা প্রকৃত অনুমান বলে গণ্য করেন না ?

উত্তর:-  মিল ও বেন ।


(১১) কোন কোন যুক্তিবিজ্ঞানী ও মাধ্যম মনোনয়নকে প্রকৃত অনুমান বলে স্বীকার করেন নী ?

উত্তর:-  ওয়েলটন, অয়জডাম বা ওয়াজম ।

 

(১২) ওমাধ্যম অনুমান কয়টি যুক্তি বাক্য থেকে সিদ্ধান্ত নিংশিত হয় ?

উত্তর:-  একটি ।


(১৩) মাধ্যম অনুমানে কটি যুক্তি বাক্য থেকে সিদ্ধান্ত নিনসৃত হয় ?

উত্তর:-  দুই বা ততোধিক ।


(১৪) আবর্তন বিবর্তন বিরোধিতা বিরোধানুমান কোন শ্রেণীর অনুমান ?

উত্তর:-  অমাধ্যম অনুমান ।


(১৫) আবর্তন কাকে বলে আবর্তনের একটি উদাহরণ দাও ?

উত্তর:-  যে অবরোহমূলক মাধ্যম অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ অপরিবর্তিত রেখে এবং আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদকে ন্যায় সঙ্গতভাবে যথাক্রমে সিদ্ধান্তের সিদ্ধান্তের বিধেয় ও উদ্দেশ্য পদে পরিণত হয় তাকে আবর্তন বলে ।


(১৬) আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্য বা যুক্তিবিজ্ঞানকে কি বলা হয় ?

উত্তর:-  আবর্তনীয় ।


(১৭) আবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্ত কে কি বলা হয় ? 

উত্তর:-  আবর্তিত বা আবর্তন ।


(১৮) কোন বচনের আবর্তন সম্ভব নয় ?

উত্তর:-  O, বচনের।


(১৯) আবর্তনের একটি নিয়ম লেখো ?

ত্তর:-  (১) আশ্রয়বাক্যে উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় পদ হবে । (২) আশ্রয়বাক্যের বিধেয়পদ সিদ্ধান্তের সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে ।


(২০) আবর্তনের গুণের নিয়মটি লেখ ?

উত্তর:-  আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে । অর্থাৎ আশ্রয়বাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত সদার্থক হবে । এবং আশ্রয়বাক‍্যের গুণ নঞার্থক হলে সিদ্ধান্তের গুণ ও নঞার্থক হবে । এই নিয়মটিকে বলা হয় গুণের নিয়ম ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url