বস্তুগত বিবর্তন কাকে বলে ? বস্তুগত বিবর্তন কে কি প্রকৃত বিবর্তন বলা যায় ? | HS PHILOSOPHY SUGGESTION 2025 | CLASS 12 PHILOSOPHY SUGGESTION

বস্তুগত বিবর্তন কাকে বলে ? বস্তুগত বিবর্তন কে কি প্রকৃত বিবর্তন বলা যায় ? | HS PHILOSOPHY SUGGESTION 2023
উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন

বস্তুগত বিবর্তন কাকে বলে ? বস্তুগত বিবর্তন কে প্রকৃত বা যথার্থ বিবর্তন বলা হয় কি ব্যাখ্যা কর ?

অথবা, 

বস্তুগত বিবর্তন কি ? বস্তুগত বিবর্তন কে কি প্রকৃত বিবর্তন বলা যায় ? বস্তুগত বিবর্তনের একটি উদাহরণ দাও।

বস্তুগত বিবর্তন :- 

যে বিবর্তন প্রক্রিয়ার প্রদত্ত বচনের আকারগত বিবর্তন না করে তার অর্থের ওপর বিশেষভাবে নির্ভর করা হয় এবং বাস্তব অভিজ্ঞতার সাহায্যে প্রদত্ত বচনটিকে বিবর্তিত করা হয়, তাকে বস্তুগত বিবর্তন বলে । তর্ক বিজ্ঞানী বেইন (Bain) এই প্রকার বিবর্তনের কথা উল্লেখ করেছেন ।

বস্তুগত বিবর্তনের উদাহরন:-   


         (১) শীত হয় কষ্টদায়ক ।
              গরম হয় আরামদায়ক।

         (২) জ্ঞান হয় আলো
              অজ্ঞানতা হয় অন্ধকার।



নিম্নলিখিত কারণে বস্তুগত বিবর্তন কে প্রকৃত বা যথার্থ বিবর্তন বলা যায় না। যেমন -----


(১) বিবর্তনের লক্ষণ অনুযায়ী আশ্রয় বাক্য সিদ্ধান্তের উপর উদ্দেশ্য অভিন্ন হবে । কিন্তু এখানে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ আশ্রয় বাক্যের উদ্দেশ্যের বিপরীত পদ হয়েছে।

(২) বিবর্তনের প্রকৃতি বা সরূপ অনুযায়ী সিদ্ধান্তের বিধেয় পদটি সব সময় আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধে পদ হবে । কিন্তু বস্তুগত বিবর্তনের বিধেয় পদটি আশ্রয় বাক্যের বিরুদ্ধে পদ নয় । এগুলি হল বিপরীত পদ ।

(৩) বৈধ বিবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে । কিন্তু বস্তুগত বিবর্তনে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হয় না ।

(৪) বাস্তব অভিজ্ঞতা বা বাস্তব জ্ঞান না থাকলে বস্তুগত বিবর্তন করা সম্ভব নয়। কিন্তু অবরোহ অনুমানে বাস্তব অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই । এই দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে যে বস্তুগত বিবর্তন অবরোহ যুক্তিবিদ্যার অন্তর্গত হতে পারে না ।


সুতরাং এই সব কারণে বস্তুগত বিবর্তন কে প্রকৃত বা যথার্থ বিবর্তন বলা যায় না ।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url