HS Philosophy Suggestion 2025 | উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন ২০২৫ | Class 12 Philosophy Suggestion 2025

HS Philosophy Suggestion 2023 | উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন ২০২৩
 উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন ২০২৫

HS Philosophy Suggestion 2025

উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন ২০২৫

Higher Secondary Philosophy Suggestion 2025, WBCHSE Board Philosophy Suggestion 2025, Class 12 Philosophy Suggestion 2025, West Bengal Higher Secondary Philosophy Suggestion 2025, WB HS Philosophy Suggestion 2025, HS Suggestion XII

2025 সালের উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য বলা হচ্ছে যে সব প্রশ্নগুলি নিচে দেওয়া হয়েছে সেগুলি ভালোভাবে পড়াশুনা করলেই তোমরা কমন পেয়ে যাবে। উচ্চ মাধ্যমিক দর্শন বিষয়ে ভালো রেজাল্ট করতে অবশ্যই এই সাজেশন গুলো দেখে নাও। উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2025



বচন


1). নিরপেক্ষ বচন কাকে বলে ?/ নিরপেক্ষ বা আনুপেক্ষ বচন বলতে কী বোঝো ? গুন ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ কর । একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও ।     2+4+2

অথবা, গুন ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ আলোচনা কর।

অথবা, নিরপেক্ষ বচনের গুন ও পরিমাণ বলতে কী বোঝো? গুন অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ কর।

অথবা, বচনের পরিমাণ বলতে কী বোঝো ? পরিমাণ অনুযায়ী বচানের শ্রেণীবিভাগ কর ?

2). বচন ও বাক্যের মধ্যে পার্থক্য লেখ। বচনের সংযোজকের কাজ কি?

3) নিরপেক্ষ বা অনুপেক্ষ বচনের চতুরবর্গ পরিকল্পনা উদাহরণসহ ব্যাখ্যা কর।

অথবা, পরিমাণ ও গুণের সংযুক্ত ভিত্তিতে নিরপেক্ষ বচনকে কয় ভাগে ভাগ করা হয় ? উদাহরণসহ ব্যাখ্যা কর।


4). ব্যাপ্য বা অব্যাপ্য পদ বলতে কী বোঝো ? চার প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য তা লেখ।

অথবা, ব্যাপ্যতার সংজ্ঞা দাও ? ব্যাপ্যতার নিয়ম গুলো লেখ।

5). সম্বন্ধ অনুসারে বচনের শ্রেণী বিভাগ কর?

অথবা, সম্বন্ধ অনুসারে বচন কয় প্রকার ও কি কি ? উদাহরণসহ ব্যাখ্যা কর?

অথবা, নিরপেক্ষ বচন এবং সাপেক্ষ বচন কাকে বলে ? সাপেক্ষ বচন কয় প্রকার ও কি কি ?


অমাধ্যম অনুমান


1). আবর্তন কাকে বলে ? আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ কর। 'A' বচনের সরল আবর্তন হয় না কেন? 

অথবা, A,E,I,O- আবর্তন আবর্তন সহ ব্যাখ্যা কর।

অথবা, বৈধ আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ ব্যাখ্যা কর।

অথবা, 'A' বচনের সরল আবর্তন বা সম আবর্তন কি সম্ভব ? উদাহরণ সহ ব্যাখ্যা কর।

2). বস্তুগত বিবর্তন কাকে বলে ? বস্তুগত বিবর্তন কে প্রকৃত বা যথার্থ বিবর্তন বলা হয় কি ব্যাখ্যা কর ?

অথবা, অমাধ্যম অনুমান কি? দৃষ্টান্ত সহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য লেখ।

3). বিবর্তন কাকে বলে ?  বিবর্তন কে অমাধ্যম অনুমান বলা হয় কেন ? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা কর।


    নিরপেক্ষ ন্যায়


টীকা লেখোঃ

1). অব্যাপ্য হেতুদোষ

2). অবৈধ সাধ্যদোষ

3). অবৈধ পক্ষদোষ

4). নঙ্গর্থক আশ্রয় বাক্য জনিত দোষ

5). চতুষ্পদ বা চারিপদ ঘটিত দোষ 




মিলের পরীক্ষামূলক পদ্ধতি 


1). মিলের অন্বয়ী- ব্যতিরেকী পদ্ধতি আলোচনা কর।[ সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা(২টি), অসুবিধা(২টি) ]

2). মিলের অন্বয়ী পদ্ধতিটি ব্যাখ্যা কর। [ সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা(২টি), অসুবিধা(২টি)] 

3). মিলের সংযুক্ত (অন্বয়ী- ব্যতিরেকী) পদ্ধতিটি আলোচনা কর। [ সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা(২টি), অসুবিধা(২টি) ]


   আরোহমূলক দোষ


টীকা লেখোঃ

1). অবৈধ সামান্যীকরণ দোষ

2). মন্দ উপমা যুক্তি

3). কাকতালীয় দোষ

3). সহকার্যকে কারণ মনে করার দোষ

4). আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ

5). অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ

6). অপর্যবেক্ষণ দোষ













Next Post Previous Post
No Comment
Add Comment
comment url