নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - উচ্চ মাধ্যমিক দর্শন - HS Philosophy Suggestion 2025
নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর -
উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন
উচ্চ মাধ্যমিক দর্শন নিরপেক্ষ ন্যায় সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সাজেশন:
নিরপেক্ষ ন্যায় (পঞ্চম অধ্যায়)
(1) মাধ্যম অবরোহ যুক্তি কয় প্রকার ?
উত্তর:- মাধ্যম অবরোহ যুক্তি প্রধানত দুই প্রকার যথা -----(১) নিরপেক্ষ যুক্তি এবং (২) সাপেক্ষ যুক্তি ।
(2) নাব্য যুক্তিবিজ্ঞানী সাপেক্ষ ন্যায়কে কি নামে অভিহিত করা হয় ?
উত্তর:- যৌগিক যুক্তি বলে।
(3) সাপেক্ষ ন্যায় কাকে বলে ?
উত্তর:- যে ন্যায় দুটি হেতুবাক্য ও সিদ্ধান্ত থাকে এবং হেতুবাক্য দুটির অন্তত একটি সাপেক্ষ বচন হয়, তাকে সাপেক্ষ ন্যায় বলে।
(4) সাপেক্ষ ন্যায় কয় প্রকার ও কি কি ?
উত্তর:- দুই প্রকার, যথা ----- (১) প্রাকল্পিক এবং (২) বৈকলপিক ।
(5) প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে ?
উত্তর:- যে মিশ্র ন্যায়ে প্রথম হেতুবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং দ্বিতীয় হেতুবাক্য ও সিদ্ধান্ত উভয়ই নিরপেক্ষ বচন, তাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বা মিশ্র প্রাকল্পিক ন্যায় বলে।
(6) প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি দৃষ্টান্ত বা উদাহরণ দাও ?
উত্তর:- যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে।
বৃষ্টি হয়েছে।
∴ মাটি ভিজেছে।
(7) প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি সংকেতিক বা আকার লেখো ?
উত্তর:-
P > q
P
∴ q
(8) প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কটি অংশ ?
উত্তর:- দুটি ------ (১) পূর্বগ বা পূর্বকল্প এবং (২) অনুগ বা অনুকল্প ।
(9) পূর্বগ কাকে বলে ?
উত্তর:- প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে 'যদি' এর পরিবর্তি অংশকে বলা হয় পূর্বগ বা পূর্বকল্প ।
(10) অনুগ কাকে বলে ?
উত্তর:- প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে তবে / তাহলে এর পরবর্তী অংশকে বলা হয় অনুগ বা অনুকল্প ।
(11) প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কটি ও কি কি ?
উত্তর:- দুটি যথা -----
(১) প্রথম নিয়ম: প্রাকল্পিক বচন পূর্বগকে নিরপেক্ষ হেতুবাক্যে স্বীকার করার পর সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হয়।
(২) দ্বিতীয় নিয়ম: প্রাকল্পিক বচনের অনুগ কে নিরপেক্ষ হেতু বাক্যে অস্বীকার করার পর সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করতে হয়।
(12) প্রাকল্পিক বচনের যে অংশটিতে শর্তের উল্লেখ থাকে তাকে কি বলে ?
উত্তর:- পূর্বগ।
(13) প্রাকল্পিক বচনের যে অংশটিতে বক্তব্যটি প্রকাশ পায় তাকে কি বলে ?
উত্তর:- অনুগ।
(14) প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কয় প্রকার ও কি কি ?
উত্তর:- দুই প্রকার ------ (১) গঠনমূলক বা স্বীকৃতিমূলক (২) ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক।
(15) স্বীকৃতি মূলক বা গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে ?
উত্তর:- যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ে অপ্রধান হেতু বাক্যে পূর্বগকে স্বীকার করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করা হয় তাকে স্বীকৃতি মূলক বা গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে।
(16) M.P এর পুরো নাম কি ?
উত্তর:- Modus Ponens
(17) Ponens কথাটির অর্থ কি ?
উত্তর:- স্বীকার করা।
(18) M.P কথাটির অর্থ কি ?
উত্তর:- স্বীকৃতি মূলক আকার।
(19) অস্বীকার মূলক বা ধ্বংস মূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে ?
উত্তর:- যে প্রাকল্পিক নিরপেক্ষ প্রধান হেতুবাক্য অনুগকে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বগকে স্বীকার করা হয় তাকে অস্বীকৃতিমূলক বা ধ্বংস মূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে।
(20) ধ্বংস মূলক বা স্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায়ের বৈধ মূর্তির নাম কি ?
উত্তর:- M.T বা Modus Tollens
(21) M.T কথার অর্থ কি ?
উত্তর:- অস্বীকৃতি মূলক আকার।
(22) Tollens কথার অর্থ কি ?
উত্তর:- অস্বীকার করা।
(23) অনুগ স্বীকার জনিত দোষ বা অনুগ পরিগ্রহণ দোষ কাকে বলে ?
উত্তর:- প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে নিরপেক্ষ হেতু বাক্য অনুগকে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বগকে স্বীকার করা হলে সেক্ষেত্রে যে দোষ ঘটে তাকে বলা হয় অনুগ শ্রীকার জনিত দোষ বা পরিগ্রহণ দোষ।
(24) পূর্বগ স্বীকার জনিত দোষ বা পূর্বগ নিষেধ দোষ কাকে বলে ?
উত্তর:- প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে অপ্রধান হেতু বাক্য পূর্বককে অস্বীকার করে সিদ্ধান্তে অনুগ কে অস্বীকার করলে সেক্ষেত্রে যে দোষ ঘটে তাকে বলা হয় পূর্বগ জনিত দোষ।
(25) অনুগ স্বীকার জনিত দোষ কখন ঘটে ?
উত্তর:- প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে অপ্রধান হেতুবাক্যে অনুগকে স্বিকার করে সিদ্ধান্তে পূর্বককে স্বীকার করলে অনুগ স্বীকার জনিত দোষ ঘটে।
(26) বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে ?
উত্তর:- যে সাপেক্ষ ন্যায়ের একটি আশ্রয়বাক্য বৈকল্পিক বচন অপর আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত উভয়ই নিরেপেক্ষ বচন তাকে বৈকলপিক নিরেপেক্ষ ন্যায় বলে।
(27) বৈকল্পিক বচনের অঙ্গ বাক্যগুলিকে কি বলা হয় ?
উত্তর:- বিকল্প।
(28) বৈকল্পিক নিরেপেক্ষ ন্যায়ে কটি বিকল্প থাকে ?
উত্তর:- দুটি যথা ----- (১) প্রথম বিকল্প ও (২) দ্বিতীয় বিকল্প।
(29) বৈকল্পিক নিরেপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মটি লেখো ?
উত্তর:- বৈকল্পিক নিরেপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে বৈধতার নিয়মটি হলো প্রধান হেতুবাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান হেতুবাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে সিদ্ধান্তের শিকার করতে হবে ।
(30) বিষমবাদী বা পরস্পর বিরুদ্ধ বলতে কী বোঝো ?
উত্তর:- বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় অথবা শব্দটি বা পরস্পর বিরুদ্ধ অর্থে ব্যবহৃত হয়ে এর অর্থ দ্বারা যে কোন একটি বিকল্প সত্য হলে অপরটি মিথ্যা হবে অর্থাৎ এক্ষেত্রে বিকল্প দুটি একই সঙ্গে সত্য হতে পারে না।
যেমন ---- রাম খড়দহে আছে অথবা কলকাতায় আছে।
আরও পড়ুন: মিলের অন্বয়ী পদ্ধতি আলোচনা করো। [সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (দুটি), অসুবিধা (দুটি)]