প্রাকল্পিক ও বৈকল্পিক বচনের গুণ ও পরিমাণ নির্ণয় বা নির্ধারণ করো ? HS Philosophy Suggestions 2025
প্রাকল্পিক ও বৈকল্পিক বচনের গুণ ও পরিমাণ নির্ণয় বা নির্ধারণ করো ?
HS PHILOSOPHY SUGGESTIONS 2025
উত্তর:-
প্রাকল্পিক বচনের গুণ নির্ধারণ:
যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে
পূর্বগ অনুগ
প্রাকল্পিক বচনের গুণ ( অর্থাৎ প্রাকল্পিক বচন সদর্থক, না নঙ্গর্থক ) নির্ভর করে বচনটির অনুগ বা মূল বক্তব্যের গুণের ওপর অনুগটি যদি সদর্থ হয় তবে প্রাকল্পিক বচনটি সদর্থক হবে, অনুগটি যদি নঙ্গর্থক হয় তবে প্রাকল্পিক বচনটি নঙ্গর্থক হবে।
(১) যদি বৃষ্টি না হয় তাহলে পারে আমি বাড়ি যাব।
(২) যদি বৃষ্টি হয় তাহলে আমি বাড়ি যাব না।
(১) প্রথমটির গুণ = সদর্থক এবং (২) দ্বিতীয়টির গুন = নঙ্গর্থক।
প্রাকল্পিক বচনের পরিমাণ নির্ণয় বা নির্ধারণ :
প্রাকল্পিক বচনের পরিমাণ নির্ভর করে অনুগটি সেভাবে পূর্বগকে অনুসরণ করে তার উপর যদি অনুগটি সব সময়ই পূর্বগ কে অনুসরণ করে তবে প্রাকল্পিক বচনটি সামান্য। অপর ক্ষেত্রে অনুগটি যদি কোন কোন ক্ষেত্রে পূর্বগকে অনুসরণ করে তাহলে প্রাকল্পিক বচনটি হয় বিশেষ।
(১) যদি সূর্য উঠে তবে অন্ধকার দূর হবে।
___ এটি সামান্য বচন।
(২) যদি মানুষ সর্প দংশনে আক্রান্ত হয় তবে মৃত্যু হতে পতিত হয়।
____এটি বিশেষ বচন।
বৈকলপিক বচনের গুণ নির্ধারণ :
গুণের দিক থেকে বৈকল্পিক বচন সব সময় সদর্থক হয় কখনোই নঙ্গর্থক হতে পারে না।
যেমন --- হয় ছেলেটি বোকা অথবা বুদ্ধিমান
রাম বাজারে গিয়ে চাল কিনবে অথবা ডাল কিনবে
হয় রাম আসবে না হয় শ্যাম আসবে।
বৈকল্পিক বচনের পরিমাণ নির্ধারণ :
পরিমাণের দিক থেকে বৈকল্পিক বচন সামান্য ও বিশেষ দুইই হয় । কোন বৈকল্পিক বচনের বিকল্পকে স্বীকৃতি যদি সমগ্র উদ্দেশ্য সম্পর্কে হয় তাহলে বৈকল্পিক বচনটি সামান্য হবে। আর বিকল্পের স্বীকৃতি যদি উদ্দেশ্যের কিছু অংশ সম্পর্কে হয় তাহলে বৈকল্পিক বচনটি বিশেষ বচন হবে।
যেমন ---- (১) সকল ছাত্র সৎ কিংবা অসৎ
এটি সামান্য বৈকল্পিক বচন।
(২) সকল সন্ন্যাসী হয় সৎ না হয় অসৎ
এটি সামান্য বৈকল্পিক বচন।
(৩) কোন কোন সন্ন্যাসী হয় সৎ না হয় অসৎ
এটি বিশেষ বিকল্পিক বচন।